মো. সেলিম হোসেন:
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগে মেসার্স জুরান ট্রেডার্সের প্রো. তোফায়েল আহম্মেদ জুরানসহ চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে শহরের মান্নান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তুহিন হোসেন। দণ্ডিতদের মধ্যে ফলের দোকান ১টি, কসমেটিক্স এর দোকান ১টি ও প্লাস্টিকের দোকান ২টি।
স্থানীয়রা জানান, ফুটপাত দখলের কারণে প্রতিদিনই পথচারীরা ভোগান্তির শিকার হন। আদালতের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এ সময় অবৈধ ব্যবসায়ীদের সতর্ক করে ইউএনও জানান, ফুটপাত জনগণের। কেউ অবৈধভাবে দখল করে ব্যবসা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ।
১৮/০৮/২৫
