দেওয়ান সামান উদ্দিন ।
গাজীপুরের কালিয়াকৈর আঞ্চলিক বিপণন চন্দ্রা অফিসের উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে । আজ সোমবার উপজেলার শফিপুর প্রশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় । জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকার এর নেতৃত্বে তিনটি স্পটে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ টি বহুতল ভবনে ৫টি টিন শেড বাড়ীর ২৬০ টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জব্দ করা হয়েছে অবৈধ চুলা , রাইজার, পাইপ সহ বিভিন্ন মালামাল । অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের কারণে ৬ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১ জনকে ৫০,হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপক প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, উপব্যবস্থাপক প্রকৌশলী মো. তৌহিদুল আরেফিন , উপসহকারী প্রকৌশলী আসাদ হাওলাদার ও আতাউর রহমান , রেকর্ড কিপার আতাউর রহিম সহ টেকনিক্যাল টীমের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত।
