মো. সেলিম হোসেন
টাঙ্গাইলের গোপালপুরে ৬০০ মিটার নিষিদ্ধ চায়না ও ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঝিনাই নদী ও বড় কমুল্লী গ্রামের কাতলা বিলে সোমবার বিকালে এক বিশেষ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুহিন হোসেন। । এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুর ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে উপস্থিত ছিলেন।
জানা যায়, অবৈধ জাল ব্যবহার করে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র নষ্ট করা হচ্ছে। তাই নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও মাছের প্রজনন রক্ষার্থে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে নদী ও বিলগুলোতে দেশীয় মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা লাভবান হবেন।
