রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
পিআর পদ্ধতি বাংলাদেশে নতুন, দেশের অধিকাংশ জনগণ পিআর পদ্ধতি বুঝে না। তাই এখনি পিআর পদ্ধতি চালু করা ঠিক হবে না। অদূর ভবিষ্যতে পিআর পদ্ধতি সম্পর্কে জনগন কে অবহিত করে ধাপে ধাপে পিআর পদ্ধতি চালু করা যেতে পারে। বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয় বলে অভিমত প্রকাশ করেছেন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মোঃ মনোয়ার সরকার।
বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় হোমনা উপজেলার দুলালপুর বাজারে ব্যাপক গনসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যকালে সাংবাদিকদের পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি দেশের নতুন তরুণ ভোটার ও তরুণ প্রজন্ম কে উদ্দেশ্য করে বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তরুণরা থেমে গেলে দেশ থেমে যাবে। তাই তরুণরা যতবেশি একটিভ হবে দেশ ততোবেশি এগিয়ে যাবে। তরুণরা তাদের প্রথম ভোট টি যেন ধানের শীষ প্রতীকে দেয় সেই আহবান করছি।
এর আগে দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে দুলালপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে দুলালপুর বাজারের দোকানদার ও জনসাধারণের সাথে কোলাকুলি, হ্যান্ডশেকের মাধ্যমে কৌশল বিনিময় করেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য ভোট চান এবং নিজে কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেন ও সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
গনসংযোগ কালে তিনি জনসাধারণ ও দোকানদারদের কাছে দেশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি কুমিল্লা-২ আসনে এমপি নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তা-ঘাট ও অবকাঠামোগত উন্নয়ন এবং মানুষের উন্নয়নে কাজ করবেন বলে জানান। এসময় জনসাধারণ তাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রকাশ করেন।
বিএনপির মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনীতি করি। তার গ্রীন সিগনাল পেয়ে আমি মাঠে কাজ করে যাচ্ছি। আমি দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। ইনশাআল্লাহ দল আমাকে মনোনয়ন দিবেন বলে আমি আশাবাদী।
দুলালপুর গণসংযোগ শেষে তিনি উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন।
