দেওয়ান সামান উদ্দিন ।
বাংলাদেশ জাতীয় ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভূমিহীন আন্দোলন অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি,মোঃ আঃ লতিফ সরকার এর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর-ই আলম সিদ্দিকী আসাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা কেন্দ্রীয় কমিটি মোঃ ফরিদুল ইসলাম ফরিদ। এই সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভুমিহীন সিনিয়র সহ সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাজাহান সিরাজ ও বাবুল মিয়া সহ দেশের বিভিন্ন জেলার সদস্য বৃন্দ
সম্মেলনে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র পরিবর্তন ও বাংলাদেশ জাতীয় ভুমিহীন আন্দোলন এর নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়, বাংলাদেশ ভুমিহীন ও শ্রমজীবী কল্যান পরিষদ বিল পাস হয়, এবং চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে সম্মেলন প্রস্তুতি ও যাচাই বাছাই কমিটির নিকট ক্ষমতা হস্তান্তর করা হয়, যাচাই-বাছাই ও সম্মেলন প্রস্তুতি কমিটি , মোঃ আঃ লতিফ সরকার কে সভাপতি ও নুর-ই আলম সিদ্দিকী আসাদ কে সাধারণ সম্পাদক এবং মোসা নাইমা সুলতানা লতা কে সাংগঠনিক সম্পাদক, শহীদুল ইসলাম খোকন যুগ্ন সাধারণ সম্পাদক , তরীফুল ইসলাম তপু সহ-সভাপতি ও আফজল হোসেন আফজাল কে সহ সাধারণ সম্পাদক , মোসাঃ আন্জুআরা বেগম কে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি করে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয় ।।
