ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা হয়েছে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ। এছাড়া ঘটনায় বর্ণিত ‘থানা থেকে লুট হওয়া’ অস্ত্রের বিষয়েও সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা।
মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির (ক্রাইম অ্যান্ড অপারেশন) প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার বিকাল আনুমানিক ৫টায় গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর এলাকায় নবগঠিত পুলিশ ক্যাম্প সংলগ্ন নদীতে গজারিয়া থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনার সময় গুয়াগাছিয়া পুলিশ ক্যাম্পের সামনে মেঘনা নদীতে অবস্থানকালে জেলার সীমান্তবর্তী চাঁদপুর জেলার বেলতলী বাজার লঞ্চঘাটের কাছাকাছি ঘাটে থাকা চার-পাঁচটি স্পিডবোট ও ট্রলার পুলিশকে দেখে পালিয়ে যায়।
পরবর্তীতে বেলতলী ঘাট হতে সেই এলাকায় আধিপত্য বিস্তারকারী ডাকাত গ্রুপের আনুমানিক ৫০-৬০ জনের একটি সশস্ত্র দল পুলিশের স্পিডবোটকে লক্ষ্য করে প্রথমে ককটেল নিক্ষেপ ও পরে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টাগুলি চালায়। এতে ডাকাত দল পালিয়ে যায়। পুলিশ ক্যাম্পে হামলার কোন ঘটনা ঘটেনি। উক্ত ঘটনায় কোন পুলিশ সদস্য হতাহতের ঘটনা ঘটেনি বা ডাকাতদলের কেউ আহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।
জানতে চাইলে তিনি আরও বলেন, কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে- থানা থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহার করে পুলিশ ক্যাম্পে হামলা হয়েছে। এ তথ্যটি সঠিক নয়। কারণ, অস্ত্র উদ্ধার করা ছাড়া দুর থেকে দেখে নিশ্চিত হওয়া সম্ভব নয় সেগুলো কি ধরনের অস্ত্র।
তিনি জানান, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক এবং পুলিশ সতর্ক অবস্থায় দায়িত্ব
পালন করছে।
