ভোরের বাংলাদেশ প্রতিবেদক : শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল কর্তৃক কৃতী সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সংবর্ধনা দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০২৫ রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গতকাল। বাংলাদেশ মেইল২৪.নিউজ এর সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মোঃ জাহেরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল২৪.নিউজ এর প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের গবেষক মেজবাহ য়াযাদ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সংগঠক মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন)
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মডেল ও অভিনয়শিল্পীসহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন
বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ, এই ব্যাপক আয়োজনে কেক কাটা, আলোচনা সভা, প্রতিনিধিদের সম্মেলন এবং গুণিজন সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। বর্ষসেরা রিপোর্টার, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, পরিবেশ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন এবং বিশেষ মাল্টিমিডিয়া রিপোর্টিংসহ একাধিক বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়। বর্ষসেরা রিপোর্টার পুরস্কার: প্রথম স্থান: মোঃ জাহেরুল ইসলাম (স্টাফ রিপোর্টার, বাংলাদেশ মেইল২৪.নিউজ) – সংবাদ সংগ্রহ ও বস্তুনিষ্ঠ উপস্থাপনায় অনন্য অবদানের জন্য দ্বিতীয় স্থান:নুরুল আমীন হেলালী (কক্সবাজার জেলা প্রতিনিধি, বাংলাদেশ মেইল২৪.নিউজ) – সততা, নিষ্ঠা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তৃতীয় স্থান : বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি, বাংলাদেশ নিউজ২৪.নিউজ) – নির্ভীক সংবাদ পরিবেশনে অবদান রাখার জন্য
মাল্টিমিডিয়া শ্রেষ্ঠত্ব পুরস্কার:
বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার :মোঃ আসাদুজ্জামান (বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ নিউজ২৪.নিউজ) বিশেষ মাল্টিমিডিয়া রিপোর্টার: জুয়েল রানা (নোয়াখালী জেলা প্রতিনিধি, বাংলাদেশ নিউজ২৪.নিউজ) পরিবেশ বিষয়ক সেরা অনুসন্ধানী প্রতিবেদন: চট্টগ্রাম নিউজ টিম দেশবরেণ্য সাংবাদিকদের সংবর্ধনা
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়: মুফতি আবদুল্লাহ তামিম** (সময় টেলিভিশনের হেড অব ইসলাম) – সততা, ন্যায়নিষ্ঠা ও ইসলামি মূল্যবোধ প্রচারে বিশেষ অবদানের জন্য মোঃ আদনান খান (চ্যানেল ওয়ানের ব্রডকাস্ট জার্নালিস্ট) – অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তারেক মাহমুদ (প্রথম আলোর ক্রীড়া সম্পাদক) – ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাইফুল (বাচসাসের সাধারণ সম্পাদক) – চলচ্চিত্র ও সাংবাদিকতায়
বিশেষ অবদানের জন্য
মাজহার উদ্দিন
ক্রীড়া ধারাভাষ্যে-
বাংলাদেশের আন্তর্জাতিক ধারাভাষ্যকার বিশেষ অবদানের জন্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম (ইউএনবির বিশেষ প্রতিনিধি) – সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য
বিনোদন জগতের স্বীকৃতি :
অনুষ্ঠানে চলচ্চিত্র ও মিডিয়া অঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণীজনদেরও সম্মাননা প্রদান করা হয়। এতে অংশ নেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সামিরা ইসলাম রুনা এবং জান্নাতুল অনন্য অপ্সরা ও শরীফ সিরাজ। সন্ধ্যার মূল আকর্ষণ ছিল চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান। আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে, বাংলাদেশ মেইল অল্প সময়ের মধ্যেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং দেশ-বিদেশে ইতিবাচক সাংবাদিকতার ধারা তৈরি করেছে। তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
