ভোরের বাংলাদেশ প্রতিবেদন :
‘তারুণের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজন করেছে সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের স্বনামধন্য ইলেকট্রনিকস পণ্যসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড’। আগামীকাল রোববার (০৭ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে “ভিসতা ১৩তম জাতীয় (পুরুষ ও মহিলা) সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা-২০২৫।” দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে সোমবার পর্যন্ত।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফেডারেশনের কর্মকর্তাগণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের ডিরেক্টর (কর্পোরেট অ্যাফিয়ার্স ও পিআর) ও ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মো. আশিক সাঈদ। আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ, সহ-সম্পাদক এ একে এম আব্দুল মোবিন ও কোষাধ্যক্ষ মো. মাকসুদ আক্তার মোবারকি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হ্যান্ডবল স্টেডিয়ামে রবিবার ও সোমবার (৭ ও ৮ সেপ্টেম্বর ২০২৫) দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার; ৪টি সার্ভিসেস দল থেকে পুরুষ ১০টি এবং মহিলা ১০টিসহ মোট ২০টি ওজন শ্রেণিতে ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন।
উদ্বোধনী দিন খেলার ভেন্যুতে সকাল ৯টায় খেলোয়াড়দের দৈহিক ওজন গ্রহণ করা হবে। এরপর খেলা শুরু হবে সকাল ১০টা থেকে। আর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে দুপুর ১২টায়।
সংবাদ সম্মেলনে ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেডের পরিচালক (কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘মাদকমুক্ত সমাজ ও স্বাস্থ্যবান জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। ভিস্তা খেলাধুলার সাথে আছে এবং ভবিষ্যতে আরো ব্যাপকভাবে থাকবে। সেটা শুধু কুস্তি নয়, পুরো ক্রীড়াঙ্গনকেই এগিয়ে নিতে ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেড সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করার চেষ্টা করবে। আশা করি অত্যন্ত সুন্দর ও সফলভাবে এবারের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’
বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিক সাঈদ কুস্তির পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসায় ভিস্তা ইলেকট্রনিকস লিমিটেডকে ধন্যবাদ জানান।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আজাদ জানান, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।
