ঘটনার বিবরণঃ পুলিশ সুপার, মুন্সীগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় গত ০৭-০৮-২০২৫ খ্রিষ্টাব্দে রাত আনুমানিক ২১.০০ ঘটিকায় এসআই (নিরস্ত্র)/পলাশ কান্তি রায়, জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টংগিবাড়ী থানাধীন পুরা চৌকিদার পাড়া বাবু চেয়ারম্যানের পুকুর পাড়ের পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত নূর হোসেন চৌকিদার (৩৮), পিতা-মৃত রায়ান উদ্দিন চৌকিদার, মাতা-আকলিমা বেগম, সাং-পুরা চৌকিদার পাড়া, থানা-টংগিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জকে গ্রেফতারপূর্বক তল্লাশিকালে তার নিজ উপস্থাপন মতে ১৫০ (একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
গৃহীত ব্যবস্থাঃ অভিযুক্ত নূর হোসেন চৌকিদার (৩৮)-এর বিরুদ্ধে টংগিবাড়ী থানায় এজাহার দায়ের এবং তৎপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
