সফিকুল ইসলাম লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত গেন্দুকুড়ী সীমান্ত পিলার ৯৯৮/৯ এস-এর শূন্য লাইনের ভেতরে বদিয়াপাড়া এলাকায় এ বৈঠক হয়।
বিজিবি পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সুবেদার আবুল কাশেম এবং বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর ডি. সিংহ। বৈঠক শেষে বাংলাদেশী নাগরিক কর্তৃক আটক ভারতীয় নাগরিক শ্রী খীসচরন (৬০)-কে বিএসএফ এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। তিনি ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার নোহাটি মিরাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দুপুরে (১৪০০ ঘটিকা) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বারইপাড়া (কালিবাড়ি) গ্রামের বাসিন্দা মো. গোমর উদ্দিন (৫৫) ভারতীয় নাগরিক খীসচরনকে তার জমিতে কাজ করার সময় ধরে নিয়ে আসে। পরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিকাল ৫টায় গোমর উদ্দিনের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত গোমর উদ্দিন পলাতক রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, পতাকা বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী সৌহার্দ্য ও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
