দেওয়ান সামান উদ্দিন ।
সমাজসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় মরহুম হাজী হোসেন উদ্দিন শিকদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প। বুধবার দিনব্যাপি উপজেলার ছিটমাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয় । এলাকাবাসীর স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে উদ্যোগটি প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীদের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন চক্ষু সমস্যায় মানুষের সমাজে মানবসেবা ও দানশীল কর্মকাণ্ডের মাধ্যমে মরহুমের স্মৃতিকে চিরজীবী করে রাখতেই এই আয়োজন।প্রতিবছরের ন্যায় এবারো বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে খুশী হতদরিদ্র স্থানীয়রা । তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজার সভাপতিত্বে ডাক্তার শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল ইসলাম, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, মির্জাপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ,মির্জাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, মির্জাপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. মহসিন সহ বিভিন্ন ডাক্তার ও বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
