২৩
ভোরের বাংলাদেশ প্রতিবেদন:
ফরিদপুরে দুই দিনব্যাপী “প্রয়াত মুন্সি মোহাম্মদ আলী রুমি স্মরণে নাট্য উৎসব” আয়োজন করেছে বিনোদন নাট্যদল। ১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেয় ফরিদপুর, ঢাকা ও যশোরের তিনটি নাট্যদল।
উৎসবের প্রথম দিনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মোহাম্মদ সাইফুল হাসান মিলন, বিনোদন নাট্যদলের উপদেষ্টা প্রফেসর আলতাফ হোসেন, শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক ও লেখক মফিজ ইমাম মিলন এবং প্রয়াত মুন্সি রুমীর পত্নী লায়লা আক্তার বেগম।
এদিন বিশেষভাবে সম্মাননা স্মারক প্রদান করা হয় ল্যুভর মিউজিয়ামে স্বীকৃত আলোকচিত্রশিল্পী ও ডেইলি স্টার-এর তরুণ ফটোগ্রাফার নাফিজ ইসলামকে। নাফিজ ইসলামের আলোকচিত্র ইতোমধ্যেই বিশ্বের অন্যতম খ্যাতনামা ল্যুভর মিউজিয়ামের সংগ্রহে স্থান পেয়েছে, যা বাংলাদেশের শিল্পাঙ্গনের জন্য এক গৌরবের বিষয়।
প্রথম দিনের আয়োজনে মঞ্চস্থ হয় দুটি নাটক— শামীম সাগরের রচনা ও নির্দেশনায় “নটনন্দন” এবং অনিকেত পালের রচনায় দেবাশীষ ঘোষের নির্দেশনায় “কাদামাটি”। নাটকে অভিনয় করেন তন্ময় সরকার অঞ্চল, স্মরণ সাহা ও অন্যান্য শিল্পীরা।
উৎসবের দ্বিতীয় দিনে, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুরে মঞ্চস্থ হবে শিপন চৌধুরীর লেখা, নির্দেশনা ও অভিনয়ে একক নাটক “ম্যাডম্যান”।
দুই দিনব্যাপী এই আয়োজন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করেছে। নাট্যপ্রেমীদের আগ্রহে সরব হয়ে উঠেছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। উৎসবকে ঘিরে ফরিদপুরসহ দেশের নাট্যাঙ্গনে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।
