মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল)
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ, ফ্যাসিষ্ট সরকারের সব জুলুম-নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ ৫ দফা দাবিতে শনিবার বিকালে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার নেতাকর্মীরা এসব কর্মসূচি পালন করেন।
উপজেলার পৌর শহরের সুতী গোরস্থান কেন্দ্রিয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের সূতী কালীবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেন। উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাংগাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস হোসেন, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ, আলমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডা. মোঃ রফিকুল ইসলাম (বাদশা) প্রমূখ। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
