৩
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো. মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় সভায় ওসি তরিকুল ইসলাম বলেন, “গোয়াইনঘাট একটি সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ থানা। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবো।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। পুলিশের ইতিবাচক উদ্যোগগুলো গণমাধ্যমে প্রচার হলে আমরা আরও অনুপ্রাণিত হবো।”
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, আব্দুল মালিক, সাবেক সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ-সভাপতি আবুল হোসেন, তথ্যপ্রযুক্তি সম্পাদক আমির উদ্দিন, সদস্য নজরুল ইসলামসহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, বিলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ, সহ-সম্পাদক মিনহাজ মির্জা, অর্থ সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক রফিক সরকার, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সদস্য আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, ফয়সাল আহমদ সাগর, শাহ আলম, মনসুর আলম, কাওসার আহমদ রাহাত, সাইদুল ইসলাম, লোকমান হাফিজ, বদরুল ইসলাম, মনিরুজ্জামান মনিরসহ কর্মরত সংবাদকর্মীরা।
