৪
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিষ্কৃত) জাহিদ খাঁন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। শনিবার (৪ অক্টোবর) বলা ৩টায় পূর্ব জাফলং ইউনিয়নের সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তার মা রাবেয়া খানমকে (৭৭)।
মায়ের মৃত্যুতে শেষবারের মতো মুখ দেখার অনুরোধ জানিয়ে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে সাড়ে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
পুলিশের একটি প্রিজন ভ্যানে করে কঠোর নিরাপত্তায় তাকে জানাজাস্থলে আনা হয় এবং পুরো সময়জুড়ে পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন।
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, জানাজা শেষে আবারও তাকে পুলিশ পাহারায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের হওয়া মামলায় জাহিদ খাঁন বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
