নিজস্ব সংবাদদাতা:
:মুন্সীগঞ্জের গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর নামক স্থানে মাংস ও মাছ ব্যবসায়ী কাছে চাঁদা না পেয়ে যুবকের হাতে গুলি করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী অবৈধ অস্ত্রধারী নৌ-ডাকাত, চাঁদাবাজ জিতু রাড়ীর নেতৃত্বাধীন তার বাহিনীর সাব্বির রাড়ী, গুলজার ডাকাত ও কুদ্দুস রারি গং।
এদিকে গুলিবিদ্ধ ভুক্তভোগী ও স্থানীয় লোকজনের সাথে আলাপকালে জানা গেছে।
গুলিবিদ্ধ ঐ যুবকের নাম মাসুদ রানা(৩১),সে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চর শিমুলিয়া গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে। মঙ্গলবার (৭অক্টোবর) সকাল ৯ ঘটিকায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়ন এর ভাষারচর গ্রামের দক্ষিণ পাশের নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাসুদ রানা বলেন,মতলব(উ:) উপজেলার কালীবাজার সংলগ্ন নদীতে মাছের ঝোঁপ/ছোপে কাজ করার সময় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী জিতু রাঢ়ী বাহিনীর সদস্য সাব্বির,জিহাদ, কুদ্দুস,গোলজারসহ ১০/১২ জনের একটা দল ট্রলারে করে এসে আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে তুলে নিয়ে যায় পরে ভাষায়চর নদীর পারে কয়েক জন বাম হাত চেপে ধরে হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আমার অপরাধ আমি ৭/৮ বছর আগে তাদের বিরুদ্ধে একটি মামলায় সাক্ষ্য দিয়েছিলাম।
বিষয়টা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দ্বায়িত্বরত চিকিৎসক ডা:আশরাফুল আলম শুভ বলেন,আহত ঐ যুবকের হাতে পোড়ার চিহ্ন রয়েছে,যা গুলিরবিদ্ধের ঘটনা হতে পারে,তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে আরো জানা যায়,প্রত্যন্ত গুয়াগাছিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের পর এক গ্রুপ বিতাড়িত হলে শীর্ষ নৌ ডাকাত জিতু বাহিনী আবারও সক্রিয় হয়ে,ক্রমশ তাঁরা চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রনে মরিয়া হয়ে উঠে,ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন,ঘটনাটা কোথায় আমরা এখনো নিশ্চিত নই,আমরা ভুক্তভোগীর বাবা মার সাথে কথা বলেছি তাঁরা তো বিষয়টা জানেনই না তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গজারিয়ায় চাঁদা না পেয়ে যুবকের হাতে গুলি
২৭
