৬
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮৪৫ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার একটি টিম উপজেলার ফুলবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৮৪৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা মিয়াকে (৩৫) আটক করা হয়। সে ওই এলাকার তাইজুদ্দিন আহমেদের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রনাকে শুক্রবার আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
