২১
মাগুরা প্রতিনিধি ॥
মাগুরা পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কাউন্সিল শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন — তারা নিজেরাই শহরের বিভিন্ন স্থানে টানানো তাদের প্রচারণার পোস্টারগুলো সংগ্রহ ও অপসারণ করেন।
রাতের আলো-আঁধারিতে নবনির্বাচিত নেতারা কর্মীদের সঙ্গে হাতে পোস্টার তুলে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এতে দেখা যায়, তারা দেয়ালে লাগানো পোস্টার খুলছেন, ছেঁড়া পোস্টারগুলো একত্র করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিচ্ছেন।
নবনির্বাচিত সভাপতি মো:মাসুদ হাসান খান কিজিল বলেন,
নির্বাচন শেষ ,এখন আমাদের দায়িত্ব শহরটাকে আগের মতো সুন্দর রাখা। পোস্টার তুলে ফেলাটা আমাদের সচেতন নাগরিক ও দায়িত্বশীল রাজনীতির পরিচয়।”
এ উদ্যোগে উপস্থিত সাধারণ জনগণ প্রশংসা জানিয়েছেন। তারা বলেন, রাজনীতিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে।
উল্লেখ্য, মাগুরা পৌর বিএনপির এই কাউন্সিলে বিপুল উৎসাহ-উদ্দীপনায় নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। কাউন্সিল শেষে নিজেদের পোস্টার অপসারণের মধ্য দিয়ে তারা রাজনৈতিক সংস্কৃতিতে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদাহরণ স্থাপন করেছেন।
