বিশেষ প্রতিনিধি
————————-
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া বালুয়াকান্দি ও জামালপুর গ্রামে জিতু রাড়ী বাহিনী ও গোলজার ডাকাত বাহিনী একজোট হয়ে কুদ্দুস , জিহাদ সাব্বির ,শাহাবুদ্দিন, লনি রাড়ী , সাইফুল, রেনু রাড়ী ,আকাশ খা, এর নেতৃত্বে ৩০/৪০ জন সশস্ত্র সন্ত্রাসীরা পিস্তল – বন্দুক রামদা ও দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলা চালিয়ে শিমুলিয়া বালুয়াকান্দি গ্রামের প্রবাসী সামাদ, রিনা ,আলন , লালন, আক্তার সরকার, শিউলি বেগম ও জামালপুর গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ আলী মেম্বারের পরিবারসহ মোট ১০/১২ টি পরিবারের ঘরে হামলা চালিয়ে ঘরের দরজা -জানালা ভেঙে উল্লেখিত সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে মহিলা ও বাচ্চাদের জিম্মি করে মারপিট করে ঘরের আলমারী ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে সোনা -গয়না টাকা-পয়সা বিভিন্ন মালামাল মোবাইল, টেলিভিশন ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় উল্লেখিত সন্ত্রাসী বাহিনী। উল্লেখিত সন্ত্রাসীদের হামলায় নারী ও বাচ্চা সহ কয়েকজন আহত হন। এই ব্যাপারে ভুক্তভোগীরা গুয়াগাছিয়ার অস্থায়ী পুলিশ ক্যাম্পের গিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্তব্যরতদের জানালে তারা কিছু করতে পারবে না বলে লুটপাট ও হামলার শিকার ব্যক্তিদের জানান ।

আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে ভবেরচর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বাহিনী গত দুদিন আগে মাসুদ নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে গুলি করে রক্তাক্ত জখম করে এই ব্যাপারে মাসুদের পরিবার গজারিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয় গুয়াগাছা ইউনিয়ন থেকে এক সন্ত্রাসী বাহিনী এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় এবং বর্তমানে জিতুরারী ও গোলজার ডাকাত বাহিনী এলাকায় প্রবেশ করে এলাকার লোকজনকে মারপিট বিভিন্ন নিপীড় নির্যাতন ও এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, গুলি ,বোমা বাজি সহ নানান অবৈধ কর্মকাণ্ড করে এলাকাকে অশান্ত করে তুলেছে। স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ না নেওয়ায় বেপরোয়া জিতু ও গোলজার ডাকাত বাহিনী।
