২২
গজারিয়া মুন্সিগঞ্জ প্রতিনিধি ঃ
অসুস্থ নাতনিকে দেখতে এসে সড়ক দূর্ঘটনার নিহত হলেন একই পরিবারের নানা নানী,এই সময় শিশুসহ আরও তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা ইউ-টার্নে যাত্রীবাহী মতলব পরিবহন বাস- অটোরিকশার সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো ৩ জন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন ইউ-টার্নে এই ঘটনা ঘটে।
নিহত’রা হলেন আলেমা বেগম (৫০),স্বামী বিল্লাল হোসেন ও বিল্লাল হোসেন(৬৫),তাঁরা কুমিল্লার মেঘনা উপজেলার দড়ি লুটেরচর গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় আহতরা হলো,বিল্লাল হোসেন এর ছেলের বউ অঞ্জনা (২৩), নাতনি আনিশা (৪) ও অটোরিকশা চালক অজ্ঞাত (৪০)।
জানা যায়,আনারপুরা গ্রামে অসুস্থ নাতনিকে দেখতে যাচ্ছিলেন তাঁরা।
ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নানা ও নানীকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে ইনচার্জ জানান দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এবং আইনগত প্রক্রিয়া চলমান।

