৫২
মো. সেলিম হোসেন:
টাঙ্গাইলের গোপালপুরে একদিনে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩১জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বনমালি, বিলডগা, বাইশকাইল ও আলমনগর ইউনিয়নের নবগ্রামের মানুষ আক্রান্ত হয়েছে। এ ছাড়াও প্রায় ২০ টি ছাগল ও গরু কুকুরের কামড়ে আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লোকালয়ে মানুষের যাতায়াত কমে গেছে। আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাবিস ভ্যাকসিনের সংকট রয়েছে।
