১১
নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট:
“উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে অনুষ্ঠিত হয়েছে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক হলরুমে এ সংলাপের আয়োজন করে এফআইভিডিবি’র দি গ্রীণ ইভ্যুলোশন প্রকল্প, গোয়াইনঘাট অফিস।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকুল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, খাদ্য কর্মকর্তা রঞ্জু কুমার সিংহ এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।
সংলাপে উপস্থাপিত প্রবন্ধ ও পরবর্তী উন্মুক্ত আলোচনায় বক্তারা নিরাপদ ও পুষ্টিকর জাতের ফসলের প্রজনন এবং উদ্ভাবনী প্রযুক্তির প্রসারে গুরুত্বারোপ করেন।
