হাফিজুর রহমান:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) এখন নতুন গতিতে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিআরটিসিকে আধুনিক ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রাজবাড়ীর কৃতি সন্তান আব্দুল লতিফ মোল্লা।
গত ২৬ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ শুরু করেছেন।
“বিআরটিসি এখন অলাভজনক নয়”
বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা বলেন,
“বিআরটিসি এখন আর অলাভজনক প্রতিষ্ঠান নয়। এটি এখন সাড়ে চার হাজার মানুষের কর্মসংস্থানের স্থান। তারা আয় করছে, বেতন পাচ্ছে, আর সরকারের সহযোগিতায় প্রতিষ্ঠানটি লাভজনক পথে এগোচ্ছে।”
বহুমুখী অভিজ্ঞ প্রশাসক
রাজবাড়ীর বেনীনগর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গনি মোল্লার পুত্র আব্দুল লতিফ মোল্লা ১৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৯ সালে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরি জীবন শুরু করেন।
পরবর্তীতে মাঠ প্রশাসনে এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সচিব পদে দায়িত্ব পালন করেন।
২০২০ সালের ৫ জুন তিনি যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেন। এরপর পানি সম্পদ মন্ত্রণালয়ে যোগ দিয়ে অতিরিক্ত সচিব পদে উন্নীত হয়ে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে মেধার উজ্জ্বল দৃষ্টান্ত
আব্দুল লতিফ মোল্লা রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি, রাজবাড়ী সরকারি কলেজ থেকে ১৯৮৮ সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই তিনি প্রথম স্থান অধিকার করেন।

আন্তর্জাতিক অভিজ্ঞতা
তিনি সরকারি প্রশিক্ষণ ও সফরে চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, থাইল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, মিশর, যুক্তরাষ্ট্র ও নেপালসহ একাধিক দেশ ভ্রমণ করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
বিআরটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং রাজবাড়ীবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
