নিজস্ব প্রতিবেদকঃ গত শুক্রবার (১৭ই অক্টোবর, ২০২৫ খ্রি.) সকাল ১০ টার দিকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অধীনে নির্বাচিত ৫০ জন মহিষ খামারী প্রশিক্ষণ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, গংগাচড়া, রংপুরে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আজ ২য় দিন (১৮ই অক্টোবর, ২০২৫খ্রি.) উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আব্দুল হাই সরকার, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর, রংপুর বিভাগ, রংপুর; ডাঃ মোঃ রফিকুল আলম, ডেপুটি চীফ ইপিডেমিওলজিষ্ট, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তর, রংপুর বিভাগ, রংপুর; ডাঃ মোঃ মাহফুজার রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, গংগাচড়া, রংপুর এবং মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. গৌতম কুমার দেব, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিএলআরআই, সাভার, ঢাকা। উক্ত প্রশিক্ষণে ৫০ জন সুফলভোগী মহিষ খামারী অংশগ্রহণ করছেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষনের মাধ্যমে গংগাচড়া উপজেলার মহিষ খামারীগণ লাভজনক পদ্ধতিতে খামারে মহিষ লালন পালন, মহিষের জাত সনাক্তকরণ, মহিষের প্রজনন ব্যবস্থাপনা, স্বল্প খরচে দুধালো মহিষের খাদ্য ব্যবস্থাপনা, হাতে কলমে সাইলেজ, হে এবং ইউএমএস প্রযুক্তির ব্যবহার, গর্ববতী ও দুগ্ধবতী মহিষের স্বাস্থ্য ব্যাবস্থাপনা, মহিষের রোগ প্রতিরোধে করণীয়, টিকা প্রদান ও কৃমিমুক্ত করার প্রয়োজনীয়তা ও নিয়মাবলী, কৃমি প্রতিরোধে খামারীদের করনীয় সম্পর্কে সম্মক ধারনা লাভ করবেন।
বাংলাদেশে প্রাপ্ত মহিষের জাতসমূহ, দুধালো গাভী মহিষ, আদর্শ প্রজনন উপযোগি ষাঁড় মহিষ নির্বাচন সম্পর্কে খামারীরা সুনিপুণ ধারণা অর্জন করতে সক্ষম হবেন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্বে আছেন বিএলআরআই এর মহিষ গবেষণা ও উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুল হাসান মজুমদার।

