গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সোমবার (২০ অক্টোবর) বেলা ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্ত আশরাফুল আলম।। এসময় তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাস, মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
আরো বক্তব্য রাখেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন এই এলাকায় কোন সন্ত্রাসীদের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন গুয়াগাছিয়ায় পুলিশ স্থাপনে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
তার বক্তব্যে বলেন, “ইতিমধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় পুলিশ আইনশৃঙ্খলার কাজ কে যাচ্ছে। মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারিদের আটক করতে সক্ষম হয়েছে। সম্প্রতি গুয়াগাছিয়া ইউনিয়নে বালু উত্তোলন ও নদীপথে চাঁদাবাজি, পুলিশ ক্যাম স্থাপনে অপরাধীদের অপরাধ দমনে হত্যা মামলার আসামি আটক সহ গজারিয়া থানা পুলিশ চ্যালেঞ্জের সাথে কাজ করে যাচ্ছে। তবে আমরা যদি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা পাই তাহলে এ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন আরও দ্রুতগতিতে অগ্রসর হবে।
আলোচনা শেষে রেফায়তুল্লাহ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহমেদ ও প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, গজারিয়া থানার সভাপতি নেয়ামুল হক নয়ন, সিনিয়র সাংবাদিক শফিক ঢালি ,ইউপি সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক , পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
