হাফিজুর রহমান:
টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার সংস্কার কমিশনের খসড়া প্রস্তাব বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হাইকোর্ট সংলগ্ন এলাকায় টাঙ্গাইলবাসীর উদ্যোগে এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, টাঙ্গাইলের ইতিহাস, ঐতিহ্য ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী এটি নিজস্ব বিভাগ হওয়ার যোগ্য। কিন্তু সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত অযৌক্তিক ও অবিচারপূর্ণ।
তারা অবিলম্বে প্রস্তাবটি প্রত্যাহারের দাবি জানান এবং টাঙ্গাইলকে স্বতন্ত্র বিভাগ হিসেবে ঘোষণা করার আহ্বান জানান।
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা “আমার মাটি, আমার মা — টাঙ্গাইল আমার বিভাগ চাই” ও “টাঙ্গাইল ময়মনসিংহ নয়” লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন।
