হাফিজুর রহমান:
বাংলাদেশে ইংরেজি শিক্ষার সমস্যা ও এর সমাধান বিষয়ে এক মনোজ্ঞ সেমিনার ও ইংলিশ ফেস্ট অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে ‘ব্যাকরণ ভিলেজ ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার’-এর উদ্যোগে। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার উন্নয়ন, ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ জাগাতে আয়োজন করা হয় এই উৎসবের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ (এমবিবিএস, এমডি – মনোরোগবিদ্যা)। তিনি বলেন, “ভাষা শেখার ক্ষেত্রে আত্মবিশ্বাস ও নিয়মিত চর্চা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের ইংরেজি যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ইশরাত হোসেন (পিএইচডি, যুক্তরাষ্ট্র), সহযোগী অধ্যাপক ও ডিন, স্কুল অব বিজনেস, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, এবং ড. মো. আবুল হোসেন, পিএইচডি ফেলো ও কনসালট্যান্ট, ন্যাচারাল মেডিসিন (কার্ডিয়াক, ডায়াবেটিস ও পাবলিক হেলথ নিউট্রিশন), ইবনে সিনা হাসপাতাল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জে. এম. আনিসুর রহমান।
অনুষ্ঠানের সূচনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান মিয়া, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ, বিএ (অনার্স) এবং শিক্ষা ক্যাডারে বিসিএস পাস করা একজন অভিজ্ঞ শিক্ষাবিদ। তিনি বলেন, “বাংলাদেশে ইংরেজি শিক্ষায় সমস্যা হলো বাস্তব চর্চার অভাব। শিক্ষার্থীদের কথা বলা, শোনা, পড়া ও লেখার সমন্বিত অনুশীলন নিশ্চিত করতে হবে।”
ইংলিশ ফেস্টে শিক্ষার্থীরা বক্তৃতা, গল্প বলা, কবিতা আবৃত্তি, নাটিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ডিবিসি নিউজ, প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল আমাদের আলো ও দৈনিক ভোরের বাংলাদেশ।
দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
