২৯
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
সোমবার (২৭-১০-২০২৫) সকাল ১১ ঘটিকায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা উপজেলা কনফারেন্স রুমে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, ও প্রধান আলোচক মোঃ কামরুজ্জামান খান ডিভিশনাল কো-অরডিনেটর,বেটস ।
ডিভিশনাল কো অর্ডিনেটর কামরুজ্জামান খান গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে জানান কোর রোড নেটওয়ার্ক (CRN) সংজ্ঞা, মূল্যায়ন পদ্ধতি, সামাজিক অর্থনৈতিক মান, রাস্তার মান, যানবাহন চলাচল মান, চূড়ান্ত রাস্তা মান নির্ধারণ, সড়ক নেটওয়ার্ক (CRN) তথ্য, সড়ক অগ্রাধিকার নির্ধারণ মানদন্ড বিস্তারিত তুলে ধরেন।
বিভিন্ন বিভিন্ন দপ্তরের প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত থেকে এ কর্মশালা কে আরো বেগমান ও ত্বরান্বিত করেছেন বলে জানান প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। আগামী দিনে রাষ্ট্রের গ্রামীন অবকাঠামো উন্নয়নে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশা করেন।
