মো.সেলিম হোসেন:
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার বিকালে নতুন পৌর চত্বরে পালিত হয়েছে। এ উপলক্ষে আওয়ামী দু:শাসনে মামলা-হামলার শিকার উপজেলার সকল পর্যায়ের নির্যাতিত নেতৃবৃন্দকে সম্মাননা ও ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।
উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা ও পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, পৌর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আবু ঈসা মুনিম, জাহাঙ্গীর হোসেন,
পৌর বিএনপি সম্পাদক মোঃ চাঁন মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হীরা প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
