মো, সেলিম হোসেন:
বাস শ্রমিককে চড় মারার জেরে সোমবার দুপুর থেকে টাঙ্গাইলের গোপালপুরে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। জরুরি প্রয়োজনের যাত্রীরা বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
জানা যায়, বাস শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক হিরা মিয়া জরুরি প্রয়োজনে বাস শ্রমিক হারুনুর রশিদকে ডাক দেন। ডাকে কর্ণপাত না করায় দু’জনের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হিরা মিয়া হারুনুর রশিদকে চড় মারেন। পরে শ্রমিক কর্মকর্তারা ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন এবং হারুনুর রশিদকে গাড়ি নিয়ে ঢাকায় যেতে বলেন। তাদের কথায় সে গাড়ীতে উঠে পৌরশহরের পাইকা এলাকায় গিয়ে গাড়ি থেকে নেমে যান। পরে শ্রমিকরা মিলে গোপালপুর থেকে ঢাকাগামী সকল গাড়ী বন্ধ করে দেন।
গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইবনে খালিদ বলেন, শ্রমিক কর্মকর্তা ও শ্রমিকের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুতই বাস চলাচল স্বাভাবিক করা হবে।
বাস মালিক সমিতির কর্মকর্তা প্রবীর চন্দ্র বলেন, শ্রমিক কর্মকর্তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গাড়ি বন্ধ রয়েছে। আজই সমাধান করে বাস চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।
২৮/১০/২৫
