হোমনার মানুষ নিজের পকেটের খরচ করে রাজনীতি করে।। কোন বহিরাগত কে হোমনার মানুষ মেনে নিবে না
রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
হোমনার মানুষ নিজের পকেটের খরচ করে রাজনীতি করে। কোন বহিরাগত কে হোমনা- তিতাসের মানুষ মেনে নিবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে এলাকার জনপ্রিয় ও ত্যাগী স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান মোল্লা।
তিনি বলেন, এলাকার জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া উচিত। বহিরাগত যত বড় নেতাই হোন না কেন, হোমনা-তিতাসের মানুষ তা মেনে নেবে না।”
মঙ্গলবার(২৮ অক্টোবর) সকাল ১১ টায় মরহুম এম কে আনোয়ারের কবর জিয়ারতের পর সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ বক্তব্য রাখেন। তিনি আরও বলেন,“হোমনা ও তিতাস উপজেলা বিএনপির ছয়জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাদের মধ্য থেকে যাকেই দল মনোনয়ন দেয়, আমরা তা মেনে নেব। কিন্তু কোনো ভাড়াটিয়া বা বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না।
হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর, বিএনপি নেতা দুলাল সরকার, মোক্তার হোসেন, মিজানুর রহমান, মাইনউদ্দিন,রুহুল ইসলাম মনি, মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা সহ পাঁচ শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।
জানা গেছে, কুমিল্লা-২ আসনে বিএনপির ছয়জন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তাঁরা হলেন—সাবেক প্রধানমন্ত্রীর এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মনোয়ার সরকার ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার রিমা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা।
এডভোকেট আজিজুর রহমান মোল্লা হোমনা সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্রদল মনোনীত সাবেক ভিপি, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক পৌর কাউন্সলর, সাবেক প্রধান শিক্ষক ছিলেন।
এই আসন থেকে বিএনপির প্রবীণ নেতা ও সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ার পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্থানীয় জনগণ জানান, এম কে আনোয়ারের রেখে যাওয়া আদর্শ ও ঐতিহ্যের ধারাবাহিকতায় তারা এবারও চান এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হোক, যিনি সৎ, নিষ্ঠাবান এবং এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত।
