৩৩
‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংবিধান থেকে বাদ দেয়ার ষড়যন্ত্র, জুলাই সনদ পরিবর্তনের পরিকল্পনা এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের নামে নতুন ফাঁদ—এই তিনটি বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে গাজীপুরের তরুণরা।“না মানে না!”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা বলেন, শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের নয়, এটি বাংলাদেশের গৌরবের প্রতীক। এ প্রতীকে আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনাকে অপমান করা।এই প্রতিবাদী কর্মসূচির উদ্যোগ নেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ তাহসিন সিকদার বক্তারা আরও বলেন, সংবিধান ও জাতীয় সনদের ওপর আঘাত দেশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধের ওপর আঘাতের সমান। তাই এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না ।
