বাংলাদেশ ভূমিহীন ও শ্রমজীবী কল্যাণ পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভায় কেন্দ্রীয় নেতারা সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি ভূমি অধিকার, শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি এবং সামাজিক ন্যায়বিচারের আন্দোলনকে জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা বলেন, দেশের ভূমিহীন ও শ্রমজীবী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভূমিহীন ও শ্রমজীবী কল্যাণ পরিষদ। ভবিষ্যতেও মাঠে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন নবনির্বাচিত “ভূমিহীন ও শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। ন্যায্য দাবির পক্ষে সোচ্চার থাকবো, সংগঠনকে শক্তিশালী করতে আমরা মাঠে কাজ করব। বাংলাদেশ ভুমিহীন ও শ্রজীবি কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আঃ লতিফ সরকার এর সভাপতিত্বে ও মোঃ নুর-ই আলম সিদ্দিকী আসাদ এর সঞ্চালনয়, বক্তব্য রাখেন
সিনিয়র সহ সভাপতি ডাঃ এস এম জামাল উদ্দিন, সহ সভাপতি মোঃ তারিফুল ইসলাম তপু, সহ সভাপতি মোঃ শাজাহান সিরাজ, সহ সভাপতি মোঃ সামছুল হক, সহ সভাপতি মোঃ আইয়ুব আলী, সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সহ সাধারণ সম্পাদক এ কে এম সিরাজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক মোসাঃ নাইমা সুলতানা লতা, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ জান্নাতুল ফেরদৌস শিমু, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোসাঃ সারামিনারা লাইজু, সহ বিভিন্ন জেলা থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ।
বাংলাদেশ ভূমিহীন ও শ্রমজীবী কল্যাণ পরিষদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ।
৪০
