১২
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে ভারতীয় মথ ডালে মানবদেহের জন্য ক্ষতিকর রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রীর অপরাধে দুই অসাধু ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের ছয়আনী বাজারে এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া এবং জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
জানা গেছে, বাজারের কিছু অসাধু ব্যবসায়ী মুগ ডালের নামে মথ ডাল বিক্রি করছে। এর পাশাপাশি ওই ডালে রং মিশিয়ে বাজারজাত করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে ছয়আনী বাজারের মা লক্ষ্মী এন্টারপ্রাইজ ও অনিক এন্টারপ্রাইজ নামের দুই দোকানে ভারতীয় মথ ডালে মানবদেহের ক্ষতিকর রং মিশিয়ে মুগ ডাল হিসেবে বিক্রির অভিযোগ হাতেনাতে প্রমানিত হয়। এ অপরাধে দুই দোকানের মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল সাংবাদিকদের বলেন, মুগ ডাল বলে মথ ডাল বিক্রি করা এবং তাতে রং মেশানো স্পষ্ট প্রতারণা। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে
