২৭
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গজারিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য ও অনুপ্রেরণামূলক আয়োজন— ‘ভূমি কথা’ পুস্তিকা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘মেয়েদের ক্যারিয়ার প্ল্যান’ বিষয়ক সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
জেলা প্রশাসক তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন,“ভূমি ব্যবস্থাপনাকে স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে সরকার ইতোমধ্যে একাধিক ডিজিটাল পদক্ষেপ গ্রহণ করেছে। জনগণের অংশগ্রহণ ও তরুণ প্রজন্মের সচেতনতা ছাড়া এই অগ্রযাত্রা সফল হবে না। ‘ভূমি কথা’ পুস্তিকার মূল লক্ষ্য হলো নাগরিকদের ভূমি সেবায় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।” তিনি আরও যোগ করেন,“ইচ্ছাশক্তি ও অদম্য সাহস থাকলে নারীকে কখনো দমিয়ে রাখা যায় না। আমি নিজেই তার একটি উদাহরণ। আজকের মেয়েরা কেবল পরিবারের গর্ব নয়, তারা জাতির সম্ভাবনার প্রতীক। শিক্ষা ও আত্মবিশ্বাসই মেয়েদের সবচেয়ে বড় শক্তি তাই তোমরা আজই প্রতিজ্ঞা করো, একদিন অবশ্যই সফল হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ফয়সাল আরেফিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুস সামাদ, সহকারী অধ্যাপক ডাঃ শারমিন আহমদ তিথি ও ইয়াসমিন আক্তার, এবং উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। পরবর্তী পর্বে অনুষ্ঠিত ‘মেয়েদের ক্যারিয়ার প্ল্যান’ সেমিনারে বক্তারা মেয়েদের নেতৃত্ব বিকাশ, তথ্যপ্রযুক্তিতে দক্ষতা, আত্মবিশ্বাস অর্জন ও সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রমের কৌশল নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সেমিনার শেষে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের নতুন সঞ্চার ঘটে। শিক্ষক ও অভিভাবকেরা এমন সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
সুশিক্ষা, সচেতনতা ও আত্মবিশ্বাস— এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে গড়ে উঠবে স্মার্ট ও উন্নত বাংলাদেশ। জেলা প্রশাসনের এই উদ্যোগই প্রমাণ করে— পরিবর্তনের সূচনা শুরু হয় জ্ঞান, প্রেরণা ও অংশগ্রহণের মাধ্যমে
