ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় এক স্কুলছাত্রীকে পরিকল্পিতভাবে অপহরণের অভিযোগে ডেমরা থানায় অভিযুক্ত ৫ জনসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ভুক্তভোগী কিশোরীর মা ওই অপহরণ মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলো—মো. রিফাত হাসান মিশাল (২০), তার ভাবি সালমা (১৯), মা আফরোজা বেগম (৪২), বাবা ইমাম হোসেন (৫০) এবং ইয়াসির আরাফাত (২৩)। তারা সবাই নোয়াখালীর সেনবাগ থানার উত্তর সাহাপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে অভিযুক্ত সালমা ডেমরার ডগাইর এলাকায় বসবাস করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১০ম শ্রেণির শিক্ষার্থী ওই মেয়েটি কি গত ২৫ অক্টোবর সকালে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারেন, ওইদিন সকালে ডগাইর নূর মসজিদ সংলগ্ন থেকে পরিকল্পিতভাবে মিশাল মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে। আর এতে সহযোগিতা করে কিশোরীর ঘনিষ্ঠ বান্ধবী এবং মিশালের ভাবি সালমা। এদিকে অপহরণের পর মেয়েটিকে নোয়াখালীর সেনবাগে অভিযুক্তদের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পরিবারের লোকজন সেখানে গিয়ে মেয়েকে ফেরত চাইলে অভিযুক্তরা দিতে অস্বীকৃতি জানায়।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, কিশোরীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
