গজারিয়া ( মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
২০ নভেম্বর , ২০২৫ মুন্সিগঞ্জের গজারিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানা যায়। উপজেলার ৮নং ইউনিয়ন পরিষদ গজারিয়া ।
গজারিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন গজারিয়া উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মনির হোসেন ।
অফিসে আদেশে জানা যায়, গজারিয়া উপজেলাধীন গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থি অপসারণজনিত কারণে শূন্য রয়েছে উল্লেখ করে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার অবহিত করেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী এই ইউনিয়ন পরিষদের কাজ পরিচালনা ও জনসেবা অব্যাহত রাখার জন্য উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তাকে নিয়োগ প্রদান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব।
সকাল ১১ ঘটিকায় প্রশাসক মনির হোসেন ইউনিয়ন পরিষদে আগমন করলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন ও সকল সদস্যগণ ফুল দিয়ে বরণ করে নেন।
সকাল ১১ ঘটিকায় প্রশাসক মনির হোসেন ইউনিয়ন পরিষদে আগমন করলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাতেন ও সকল সদস্যগণ ফুল দিয়ে বরণ করে নেন।
