lটাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলুর লিফলেট বিতরণকে কেন্দ্র করে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে এলাসিন বাজার এলাকায় দলীয় ৩১ দফা দাবিনামা সম্বলিত লিফলেট বিতরণ করছিলেন প্রার্থী রবিউল আউয়াল লাভলুর সমর্থকরা। এসময় সেখানে অপর একটি গ্রুপও জুয়েল সরকারকে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন দেয়ার দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেয়।
স্থানীয় সূত্র জানায়, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল এলাসিন বাজারে পৌঁছালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ৭ জন গুরুতরসহ দুই পক্ষের মোট ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
