৫
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দমনে কাজ করে যাচ্ছে।
রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সফিপুর বাজারের টিনশেড মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা মিলে প্রাথমিকভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ব্যর্থ হন।
পরবর্তীতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৬ মিনিট) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “সফিপুর বাজারে টিনশেড মার্কেটে আগুন লেগেছে। আমাদের ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
