৬
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানার পানি পান করে প্রায় ৩০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ অসুস্থতার ঘটনায় কারখানাটিতে হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। পরে পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করে শ্রমিকদের বাড়ি পাঠিয়ে দেয়।
স্থানীয় সূত্র ও শ্রমিকদের বরাত দিয়ে জানা গেছে, কারখানার কর্মীরা সকাল শিফটে কাজ শুরু করার কিছুক্ষণ পরই একে একে বেশ কয়েকজন শ্রমিক মাথা ঘোরা, বমি ভাব, পেটব্যথা ও দুর্বলতা অনুভব করতে থাকেন। পরে অস্বাভাবিকভাবে বেশি সংখ্যক শ্রমিক একই উপসর্গে আক্রান্ত হলে সন্দেহ তৈরি হয় যে—কারখানার পানিই এর কারণ হতে পারে।
অসুস্থ শ্রমিকদের দ্রুত স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, পানির মাধ্যমে দূষণজনিত খাদ্যজনিত অসুস্থতা হতে পারে। তবে সঠিক কারণ জানতে পানির নমুনা পরীক্ষা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।
এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, কারখানায় দীর্ঘদিন ধরেই বিশুদ্ধ পানির সংকট। বেশ কয়েকবার অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেয়নি। তবে কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দাবি করেছে—হঠাৎ করেই এই সমস্যা দেখা দিয়েছে, এবং তারা বিষয়টি তদন্ত করছে।
কারখানার এক কর্মকর্তা জানান, “শ্রমিকদের সুস্থতা আমাদের প্রথম অগ্রাধিকার। জরুরি পরিস্থিতিতে আমরা একদিনের ছুটি ঘোষণা করেছি। পানির উৎস পরীক্ষা করতে বিশেষজ্ঞ দল আনা হচ্ছে।”
স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগও ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
তারা জানিয়েছে—পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। পাশাপাশি কারখানার পানির ট্যাংক ও পাইপলাইনে কোন ধরনের জীবাণু বা রাসায়নিক মিশ্রণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
হঠাৎ এ ঘটনার কারণে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
