মো. সেলিম হোসেন:
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুরে তিন দফা দাবি আদায়ে আজ বুধবার (৩ ডিসেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন র্কমসূচি পালন করছেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। তারা অধিকাংশ স্কুলগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। একই সঙ্গে সহকারি শিক্ষকরা উপজেলা পরিষদে প্রাথমিক শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা সভাপতি বিলকিস সুলতানা, সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ, সহকারী শিক্ষক মো. লিটন সরকার, মো. ইউসুফ আলীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

শিক্ষকরা তিন দফা দাবি আদায়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ডাকে আজকের কর্মসূচি পালন করেছেন।
প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে রয়েছেন। তবে, খাতা-কলমে কর্মবিরতি পালন করা হলেও, বিদ্যালয়গুলোতে নিয়মমাফিক বার্ষিক পরীক্ষা নেয়া হয় বলে জানা গেছে।
এদিকে, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি মাধ্যমিকের সহকারি শিক্ষকরা। আজ থেকে সেসব স্কুলে পুনরায় পরীক্ষা শুরুর কথা ছিল।
তবে, মঙ্গলবার রাতে হঠাৎ ঘোষণা আসায় সব শিক্ষার্থীকে বিষয়টি জানাতে পারেনি কর্তৃপক্ষ। ফলে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি।
