মো. সেলিম হোসেন:
টাঙ্গাইলের গোপালপুরে রেমিট্যান্স যোদ্ধা মোঃ আনোয়ার হোসেন দীর্ঘ দশ বছরেরও বেশি সময় প্যারালাইসিসের সাথে যুদ্ধ করে অবশেষে মৃত্যুবরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার (৪ডিসেম্বর) রাত নয়টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরেরদিন শুক্রবার সকাল দশটায় নবগ্রাম দাখিল মাদরাসা মাঠে জানাজা নামাজ শেষে সামাজিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আনোয়ার হোসেন গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামের মৃত মোহাম্মদ আলী মুন্সির ছেলে। তিনি জীবদ্দশায় কুয়েত প্রবাশী ছিলেন। সেখান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসার পর স্ট্রোক করে দীর্ঘ দশ বছরেরও বেশি সময় প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন।
গত আড়াই মাস আগে তার অবস্থার অবনতি হলে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) একমাস ৯ দিন চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্মীয় স্বজন ও অসংখ্যগুণাহী রেখে গেছেন।
