৫
টাঙ্গাইল প্রতিনিধিঃ
জনপ্রিয় ইংরেজি দৈনিক দি ডেইলি পোস্ট এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক রবিন তালুকদারের মা রুবিনা আক্তার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে টাঙ্গাইলের সোনিয়া ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার বাদ জু”মা উত্তর তারটিয়া এত্বেহাদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি এটিএন ও বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, যমুনা টেলিভিশনের
টাঙ্গাইল জেলা প্রতিনিধি শামীম আল মামুন, ঢাকা ট্রিবিউনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দৈনিক খবরের কাগজ এর জেলা প্রতিনিধি জুয়েল হিমুসহ এলাকার সকল শ্রেনীর মানুষ।
জানাজা শেষে উত্তর তারটিয়া কেন্দীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানায়, রুবিনা আক্তার দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ফুসফুসে সংক্রমণের ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে হঠাৎ করে রুবিনা আক্তার গুরুত্বর অসুস্থ হয়ে গেলে সোনিয়া ক্লিনিকে ভর্তি করা হয়।
রুবিনা আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার শান্তির জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।
