নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫।
মঙ্গলবার, ৯ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। র্যালি শেষে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য অফিসার সাফিয়া আক্তার এবং সঞ্চালনায় ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্মাননা লাভ করেন মোছাঃ সুমাইয়া মাহমুদ সুমি। তিনি নিজ সংগ্রাম ও সাফল্যের প্রেরণাদায়ক গল্প তুলে ধরেন অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইফতেখায়ের হোসেন ভূইয়া, প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদসহ আরও অনেকে।
