১৩
শামীম মিয়া,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে গত ৩ বছর আগে(২০২২ সালে)স্ত্রীকে তালাক দিয়ে ৩ বছর বয়সী এক মেয়েকে রেখে আত্মগোপনে সিঙ্গাপুরে চলে যান নাজিম দেওয়ান।এরিমধ্যে নাজিম দেওয়ান দেশে ফিরলে সোমবার(২২ ডিসেম্বর)দুপুরে মির্জাপুর পৌরসদরের ইউনিয়ন পাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।গ্রেপ্তার নাজিম দেওয়ান উপজেলার লতিফপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত বারেক দেওয়ানের ছেলে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়,আট বছর আগে ২০১৭ সালে পারিবারিকভাবে বিয়ে হয় নাজিম-ফাহিমা দম্পতির।৫ বছর সংসারের পর ২০২২ সালে অজ্ঞাতকারণে কাউকে কিছু না জানিয়ে স্ত্রী ফাহিমাকে গোপনে তালাক দিয়ে প্রবাস সিঙ্গাপুরে পাড়ি জমান নাজিম।পরে অসহায় ফাহিমা মির্জাপুর পারিবারিক আদালতে‘তাঁর এবং বাচ্চার ভরণপোষন না দেয়ার বিষয়ে একটি মামলা দায়ের করলে বিচারিক প্রক্রিয়া শেষে ভরণপোষন, দেনমোহরানা ও খোরপোষসহ মোট ৪ লাখ ৮৯হাজার ৫শত টাকা প্রদানের রায় ঘোষণাপূর্বক ডিক্রী জারি করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।এরপর সে বেশ কয়েক বার দেশে ফিরলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সান্নিধ্যে থেকে পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলো।বিগত কিছুদিন পূর্বে সে দেশে ফিরলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে সোমবার দুপুরে পুলিশ গ্রেপ্তার করে।
অসহায় ফাহিমা আক্তার বলেন, তালাক দিয়ে পালিয়ে যাওয়ার পর থেকে আমি আমার একমাত্র মেয়েকে নিয়ে নিদারুণ মানসিক যন্ত্রণা ও অবহেলার মধ্য দিয়ে জীবনটা কোনোমতে পার করছি, বিগত কয়েকটা বছর পার হয়ে গেলেও তিনি আমার ও মেয়ের কোনো খোঁজখবর নেয়নি।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান,তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

