বাসাইল প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের সাংগঠনিক ভিত্তি মজবুত ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে প্রধান উপদেষ্টা মুসলিম উদ্দিন আহমেদ এই আহবায়ক কমিটির অনুমোদন করেন।
কমিটিতে বাংলা টিভি’র বাসাইল-সখীপুর প্রতিনিধি মোঃ রুবেল মিয়াকে আহবায়ক ও এশিয়ান টিভি’র বাসাইল প্রতিনিধি মাসুদ রানাকে সদস্য সচিব করা হয়। তিন জন সদস্য হলেন, কামাল খান (দৈনিক আজকের টেলিগ্রাম), আরিফুল ইসলাম (ঢাকা পোস্ট ডট কম), ছানোয়ার হোসেন (দৈনিক সময়ের আলো),
এই আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের চলমান কার্যক্রম পরিচালনার পাশাপাশি আগামী ২১ দিনের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবে।
নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন
