দেওয়ান সামান উদ্দিন ।
গাজীপুরের কালিয়াকৈরে পল্লী মঙ্গল কর্মসূচী—পিএমকে’র সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য উন্নয়ন মেলা, ম্যারাথন দৌড়, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গোসাত্রা ডাঃ জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সমৃদ্ধি কর্মসূচীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে উন্নয়ন মেলার স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ম্যারাথন দৌড় ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। শিশু-কিশোর, তরুণ ও বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এতে করে মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
পিএমকে’র সমৃদ্ধি কর্মসূচী গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক হবে ।
উপজেলা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই উন্নয়ন মেলা ও ক্রীড়া অনুষ্ঠান স্থানীয় জনগণের মধ্যে সামাজিক সম্প্রীতি, সচেতনতা ও উদ্দীপনা সৃষ্টি করেছে—এমনটাই মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলৈন আশীষ কুমার গোপ,প্রধান শিক্ষক গোসাত্রা ডাঃ জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়। মোঃ নাজমুল ইসলাম, সহকারী শিক্ষক গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবুল বাশার, শাখা ব্যবস্থাপক,কালিয়াকৈর শাখা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
