# সফিউর রহমান সফিক #
আকাশে শান্তির নীড় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স , এই এয়ারলাইন্সের অভিজ্ঞ ও দক্ষ এক পাইলটের নাম ক্যাপ্টেন ইমন । মেহেরপুর জেলার কৃতি সন্তান । যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর ২০২)-এর পাইলট ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন দেশের দক্ষ ও অভিজ্ঞ বৈমানিক হিসেবে । মেহেরপুর জেলার কৃতী সন্তান ক্যাপ্টেন ইমামুল ইসলাম ইমন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্যাপ্টেন ইমনের নেতৃত্বে অপারেটিং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উল্লিখিত ফ্লাইটে।
ক্যাপ্টেন ইমনের সঙ্গে সহকারী পাইলট হিসেবে ছিলেন আরও দুই অভিজ্ঞ ক্যাপ্টেন রাশেদিন ও আসিফ ইকবাল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সূত্রে জানায়, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়েই এই ফ্লাইট ক্রু গঠন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’। বাংলাদেশের আকাশে পৌঁছে বিমানটি সর্বপ্রথম সিলেট বিমান বন্দরে অবতরণ করে এক ঘণ্টা যাত্রা বিরতি পর সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে
সফল ও নিরাপদ অবতরণের পর যাত্রীদের সকল মালামাল বুঝিয়ে দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ইমন। এ সময় তারেক রহমান ক্যাপ্টেন ইমনকে ডেকে হ্যান্ডশেক ও কুশল বিনিময় করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ইমামুল ইসলাম ইমন মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার বাসিন্দা। তিনি মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে। তার বাবা মেহেরপুর ও আশপাশ জেলার খ্যাতনামা পাট ও পরিবহন ব্যবসায়ী । মেহেরপুর-ঢাকা রুটে চলাচলকারী প্রথম পরিবহন ‘ফাইবার্স পরিবহন’-এর উদ্যোক্তা ছিলেন সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম একজন সফল ব্যবসায়ী । তার সুযোগ্য সন্তান ক্যাপ্টেন ইমন।
বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ইমারের বিষয়টি সামনে আসতেই মেহেরপুরের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্যাপ্টেন ইমনকে নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা বইতে শুরু করেন। মেহেরপুর জেলার গর্বিত সন্তান ক্যাপ্টেন ইমান আকাশে দায়িত্বশীল এক দক্ষ বৈমানিকের নাম।
