নিজস্ব সংবাদতদাতা, গোয়াইনঘাট ::
সিলেটের সীমান্তবর্তী জাফলং বাজার এলাকার এক ভাঙারি দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক একটা ৩০ মিনিরের সময় গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়দের চোখে পড়ার পর বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মর্টার শেলটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জাফলং বাজারের বাচ্চু মিয়ার ভাঙারি দোকানের সামনে স্থানীয়রা মর্টার শেল সদৃশ বস্তু দেখতে পান। তারা দ্রুত থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করে হেফাজতে নেয়।
তিনি আরও বলেন, মর্টার শেলটি প্রাথমিকভাবে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্র জানায়, বাজার এলাকায় হঠাৎ করে এমন একটি বস্তু উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সাধারণ মানুষ স্বস্তি ফিরে পায়।
