মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। আজ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুই গুরুত্বপূর্ণ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির দুই নেতা মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। উভয়েই বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য।
তারা উভয়েই মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার জুবায়ের হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দেন। রবিবার ২৮ ডিসেম্বর বিকেল ৩টায় বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা: রেশমা আনাম রোজী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, থানা সিনিয়র সভাপতি রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ-সভাপতি খ. লিলি সরকার, সাধারণ সম্পাদক খ. মোতালিব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ফুলবাগচালার চেয়ারম্যান ফরিদ আলী, শিল্প বণিক সমিতির সভাপতি মিনজুর রহমান নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিকেল সাড়ে ৪টায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিরি সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মনোনয়নপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, যুব দলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, শোলাকুড়ির সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, সাবেক বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার মনিসহ বিএনপির, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
১০
previous post
